মানুষ – সীমান্ত - এপার-ওপার
- মিজানুর রহমান নীল ১৮-০৫-২০২৪

এই পৃথিবী তোমার-আমার
তবুও সীমান্ত, কাটা তার, এপার-ওপার
আলো বাতাস কার- বল কার
কাটা তার – দিন কার – রাত কার
সীমান্তের এপার – ওপার
পৃথিবীটা কার – বল কার
বৃষ্টি কার – জোছনা কার
কাটা তার - বল কার
মানুষ – সীমান্ত- এপার-ওপার
তবুও বলি, এই পৃথিবী তোমার – আমার।।

(যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।